কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাস অটোরিকশার সংঘর্ষে সাইফুল ইসলাম (৫০) নামের অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ব্র্যাক অফিসের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনায় ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারী গামী নদী পরিবহনের একটি বাসের সঙ্গে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মিশুক চালক সাইফুর রহমান (৫০) অটোরিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় ও হাতে বাসের আঘাতে গুরুতর আহত হন, পরে স্থানীয়রা দ্রুত চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মিশুকে থাকা মনিকা নামে এক যাত্রীও গুরুতর আহত হয়।
নিহত মিশুক চালক পাইকেরছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেলদহ গ্রামের চারমাথা গ্রামেন মৃত পনির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। নিহতের পরিবার দুর্ঘটনায় নিহত ব্যক্তি ও গাড়ির বিষয়ে ক্ষতিপূরণ বা কোন ধরনের আইনি সহায়তার জন্য অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy