কুড়িগ্রাম প্রতিনিধি: বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তা নদীর পানি ফের বাড়ছে। ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। পানি বাড়ার ফলে বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন তীব্ররুপ নিয়েছে। গত এক সপ্তাহে দুই শতাধিক বসতভিটা, আবাদী জমি ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। তিস্তার প্রবল ভাঙনে বিলীন হয়েছে উলিপুর উপজেলার চর বজরা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা ও শতাধিক বাড়িঘর। সদর উপজেলার সারডোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় একশ মিটার অংশ বিলীন হওয়ার পথে। এছাড়া ফুলবাড়ীর চর মেকলিতে একটি প্রাথমিক ও অর্ধশত ঘরাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy