প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২১, ৫:৩৬ পি.এম
কুড়িগ্রামে বিতর্কিতদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে স্বাধীনতা ও সরকার বিরোধীদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, কুড়িগ্রামে বিতর্কিতদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে জামুকা কর্তৃক মনোনিত মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য কর্তৃক মনোনিত মো. নুরুজ্জমান সম্পর্কে আপন বিয়াই। মো. নুরুজ্জামান বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর কটুক্তকারী। তিনি জামায়াত-বিএনপি মদদপুষ্ট। জোট সরকারের আমলে নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে বিধি বহির্ভূতভাবে বিএনপি-জামায়াতের মদদে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বনে যান। এমন স্বাধীনতা ও সরকার বিরোধীকে কমিটিতে অন্তর্ভূক্ত করায় তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের অপসারণ করে নির্বাচিত যাচাই বাচাই কমিটি স্তগিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে কমিটি গঠনের আহবান জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy