কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলার ১০টি বিওপিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুর ৩৫ বিজিবি ত্রাণ বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে বালিয়ামারী বিওপিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এস এম আজাদ এসইউপি।
এসময় সীমান্তবর্তী সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর এবং বালিয়ামারী বিওপি সংলগ্ন ৩৭৫টি পরিবারে ৫ কেজি চাল, ৪ কেজি আটা, ১ কেজি ডাল এবং ১ প্যাকেট নুডলস্ সম্বলিত খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বন্যা পরিস্থিতিতে ভোগান্তিতে পরা পরিবারগুলোকে সহায়তার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশ আর্থিকভাবে সহযোগিতা করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy