কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারী চালিত অটো-রিকসা চার্জ দিয়ে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে সফিকুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (কলমদারটারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
গ্রামবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ীতে ব্যাটারী চালিত অটো-রিকসাটি চার্জ দিতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুত স্পৃষ্টে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত্যু ঘোষাণা করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy