
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নবম শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে আটিয়াবাড়ী সরকারটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নাহিম হাসান (১৪)। সে ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। নিহতের স্বজন টেক্কা মিয়া জানান, নিজ বাড়িতে রাতের খাওয়া করে শুয়ার সময় বিদ্যুতের সংযোগে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিমকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply