কুড়িগ্রাম প্রতিনিধি :
হেপাটাইটিস আর অপেক্ষা নয়’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে। বেসরকারি সংগঠন গুড নেইবর বাংলাদেশ’র সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের চামড়ার গোলাস্থ অফিস কার্যালয়ে আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. এস,এম আমিনুল ইসলাম। সিডিপি’র ম্যানেজার লিংকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নারী সদস্য আল্পনা বেগম, প্রোগ্রাম ম্যানেজার কালাম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে হেপাটাইটিস ’বি’ ও ’সি’ ভাইরাসে প্রায় ১ কেটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসেবে প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষ মারা যায়। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল প্রতি ১০জন মানুষের মধ্যে ৯জন মানুষ জানে না তার শরীরে এই ভাইরাস রয়েছে। এজন্য সকলকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে ৮০ জন মা’কে হেপাটাইটিস বি ও সি সম্পর্কে ধারণা প্রদান করা হয় এবং পরে কুইজের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy