কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে বিয়ে বাড়ীতে নাচ-গানকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী বিজয় বাশফোরকে আটক করেছে পুলিশ।
নিহত রাহুল বাশফোরের পিতা সোমবার(৭ মার্চ) দুপুরে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামীয় ২ জনসহ মোট ৭ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামী বিজয় বাশফোরকে আটক করে। সে পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীর জগদীশ বাশফোরের পুত্র।
মঙ্গলবার(৮ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান, হত্যার সঙ্গে জড়িত বিজয় বাশফোরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য,গত রোববার রাতে গাইবান্ধা থেকে বর পক্ষের লোকজন কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে বিয়ে বাড়িতে আসে। রাতভর নানা আনুষ্ঠানিকতার পর সোমবার (৭ মার্চ) সকালে কনের বিদায়ের সময় আনন্দ উল্লাসকে কেন্দ্র করে কনেপক্ষের বাড়ির পাশের এক প্রতিবেশীর সঙ্গে রাহুলের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং সংঘর্ষের মধ্যে রাহুলকে ছুরিকাঘাত করে, এতে রাহুল বাশফোর নিহত হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy