কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত বুড়িতিস্তা নদীর রাজারহাট অংশে চাকিরপশার নদী নামে পরিচিত জীবন্ত সত্ত¡ায় অবৈধ দখলদার উচ্ছেদ, নদীর উপর সেতু বিহিন সড়কে সেতু স্থাপন ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করে চাকিরপশার নদী সুরক্ষা কমিটি, রিভারাইন পিপল ও গণকমিটি।
এসময় বক্তব্য রাখেন চাকিরপশার নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক, রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, তারেক আহমেদ, খন্দকার আরিফ প্রমুখ।
আয়োজকরা জানান, ২২ জন অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য জাতীয় নদী রক্ষা কমিশন থেকে নির্দেশ করা হলেও তা মানা হয়নি। ১৬২জন জেলেকে বাদ দিয়ে সরকারিভাবে পোনা অবমুক্ত করা হয়েছে। যার মাধ্যমে দখলদারকে উৎসাহিত করা হয়েছে। উলিপুর অংশে নদী দখলমুক্ত করা হলেও রাজারহাট অংশে দখল মুক্ত করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন বারবার অনুরোধ জানালেও সেটি কার্যকর না হওয়ায় নদী সুরক্ষা কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy