কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক সদ্য প্রকাশিত গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তালিকা থেকে তাদের নাম বাতিলের দাবীতে সমাবেশ ও মানববন্ধন করেছে কুড়িগ্রামের মুক্তিযোদ্ধারা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানবন্ধনে জেলার ৯টি উপজেলার কয়েকশ মুক্তিযোদ্ধা অংশ নেন। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীর প্রতীক আব্দুল হাই সরকার, নাগেশ্বরী উপজেলার সাবেক কমান্ডার মতিয়ার রহমান নান্টু, উলিপুর উপজেলার সাবেক কমান্ডার এমডি ফয়জার, রাজারহাট উপজেলার সাবেক কমান্ডার রজব আলীসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ঘোষিত গেজেটে জেলার অনেক অমুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অপমানিত বোধ করছেন। তারা যাচাই বাচাই করে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম অবিলম্বে বাতিলের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান। একই দাবীতে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy