প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২১, ৪:৫৫ এ.এম
কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন নারী ও সন্তানের পাশে দাঁড়াল পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার সন্তানের পাশে দাঁড়াল সদর থানা পুলিশ।
জানা গেছে, শনিবার (২৭ মার্চ) ভোররাতে কুড়িগ্রাম শহরের জয়বাংলা মোড়ে পরিত্যক্ত স্থানে মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্র সন্তান প্রসব করেন।স্থানীয়রা বিষয়টি নিয়ে থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ মা ও নবজাতককে গুরুত্বর অসুস্থ
অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।ওই নারী তার নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। সে কয়েক বছর ধরে শহরের বিভিন্ন রাস্তা ও বাজারে অবস্থান করে আসছিলেন।
খবর পেয়ে শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে ওই মা ও শিশুর খোঁজখবর নেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।এসময় পুলিশ সুপার বলেন, শিশু ও মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।এছাড়াও ওই নারীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন নারী ও তার পুত্র সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী ও শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোকতার হোসেন জানান, শিশুটির ওজন এক কেজির একটু বেশি, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy