প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২১, ৩:১৬ পি.এম
কুড়িগ্রামে মেয়েদের কারাতে প্রশিক্ষণ ও বেল্ট বিতরণ

কুড়িগ্রামে মেয়েদের কারাতে প্রশিক্ষণ ও বেল্ট বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেয়েদের কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মাস ব্যাপী প্রশিক্ষণে ৩০জন কিশোরী অংশগ্রহণ করে।
শনিবার (১৪ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ পরবর্তী সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও তিতুমীর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শারিনা আখতার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম,
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, প্রশিক্ষক খাজা ইউনুছ ঈদুল প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy