প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ৬:৫৩ পি.এম
কুড়িগ্রামে মৎস সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা মৎস কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মৎস সপ্তাহের বিশেষ গুরুত্ব তুলে ধরেন জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রামের খামার ব্যবস্থাপক শামসুজ্জামান শাহীন, সদরের সিনিয়র মৎস কর্মকর্তা ইশমত আরা, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান প্রমুখ।
মৎস সপ্তাহ উপলক্ষে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭দিন ব্যাপী কর্মসূচিতে প্রচারণামূলক কার্যক্রম, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন,
মৎসচাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, মৎস চাষ বিষয়ক নিবিড় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাপনাসহ ৭দিন ব্যাপী কর্মসূচি ও বিগত বছরের সাফল্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy