প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ৩:৩৮ পি.এম
কুড়িগ্রামে যুব সাংবাদিকতার উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামে যুব সাংবাদিকতার উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক সফিখান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, এস এম আরিফ-উজ-জামান প্রমুখ।
আরডিআরএস’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণে শিশু সাংবাদিকতা, সংবাদ লেখার কৌশল ও নিউজ লেটার প্রকাশনা বিষয়ক আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক সংবাদ ও নিউজ টোয়েন্টিফোর টিভির কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য ও সাংবাদিক রুবেল ইসলাম। প্রশিক্ষণে চিলমারী, উলিপুর, নাগেশ^রী ও ফুলবাড়ী উপজেলার ৪০জন যুব ও যুবা অংশগ্রহন করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy