বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা হাট বাজারের সাতকুড়া ও দছিমুদ্দিনের মোড় নামক স্থানে ৫টি দোকানে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশেই কোনরকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই দিনের আলো ফোটার আগেই গরু জবাই ও রোগাক্রান্ত গরুর মাংস পার্শ্ববর্তী ফরকেরহাট হতে এনে রমরমা ব্যবসা চালাচ্ছে অসাধু কাসাই চক্র। করোনাকালে এসব মাংসের দোকানের ফলে অত্র এলাকার লোকজন চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
মোগলবাসা হাট বাজারের ইজারাদারের কাছ থেকে জানা যায়, তিনি নিজে বার বার অনুরোধ করা সত্ত্বেও তাদের বাহিরে থেকে রোগাক্রান্ত গরুর মাংস আনা ও যত্র তত্র বর্জ্য ফেলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। তিনি আরো জানান, সরকার নির্ধারিত টোলও তারা ফাঁকি দিচ্ছে। এমনিতেই করোনাকালীন সময়ের ফলে হাট বাজারের ব্যবসা চরম লোকসানের পথে। এর মধ্যেই কসাই চক্রটি রোগাক্রান্ত গরুর মাংস বিক্রয় করা অব্যহত রাখছে। মোগলবাসা বাজারে নির্দিষ্ট কসাই খানা থাকা সত্ত্বেও তারা রাস্তার ধারেই প্রায়শই গরু জবাই করছে।
ইজারাদার মোঃ দিনার আলী বলেন,আমরা কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোহা: ময়নুল ইসলাম (ভারপ্রাপ্ত) এর সাথে কথা বললে তিনি জানান, লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমানিত হলে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
[…] কুড়িগ্রাম প্রতিনিধি: […]