প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ১:০৬ এ.এম
কুড়িগ্রামে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রহস্থ মন্দির ও পরিবারের মাঝে জেলা পরিষদের চেক বিতরন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজার সময় সারাদেশের ন্যায় সাম্প্রদায়িক হামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবার ও ৪টি মন্দির সংস্কারে ১লাখ ৩৪ হাজার টাকার চেক বিতরণ করেছে জেলা পরিষদ কুড়িগ্রাম।
এছাড়াও মন্দির গুলো পুণঃনির্মাণের জন্য মন্দির প্রতি ২লাখ টাকা করে প্রদানের ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান।
বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকালে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী, অধ্যাপক এম এ মতিন এমপি, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ হাসান লোবান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি বোস, সদস্য ফাল্গুনী তরফদার, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, শিউলী বেগম ও লিচুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy