প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ৬:২১ পি.এম
কুড়িগ্রামে সাম্প্রদায়িক ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে সনাকের মানববন্ধন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা, মন্দির-পুজামন্ডপ, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দাসহ সুষ্ঠু বিচারে জনমত গঠনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় ‘চাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হোক’ এই শ্লোগানে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সনাক সভাপতি রওশন আরা চৌধুরী, সনাকের এরিয়া ম্যানেজার সৌমেন দাস, জেলা স্বজন সম্বয়কারী খায়রুল আনম, কেন্দ্রীয় ব্রাহ্মণ সংসদের যুগ্ম মহাসচিব ও স্বজন সদস্য উদয় শংকর চক্রবর্তী, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সেক্রেটারী ও স্বজন সদস্য দুলাল বোস প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy