প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ৬:২৫ পি.এম
কুড়িগ্রামে স্মার্ট ফোন না পেয়ে ৯ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রামে স্মার্ট ফোন না পেয়ে ৯ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
Facebook Twitter share
স্মার্ট ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে ৯ম শ্রেণীর এক ছাত্র রানা মিয়া (১৫) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ৯টার দিকে। নিহত কিশোর ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
Surjodoy.com
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোর কিছুদিন ধরে তার দরিদ্র বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেবার জন্য আবদার করে আসছিল। দরিদ্র দিনমজুর পরিবারটি স্মার্ট ফোন কিনের দাবী পূরণে অপরাগতা প্রকাশ করে।
The Daily surjodoy
এতে করে মনের দু:খে রানা মিয়া ৩জুন বুধবার রাতে পরিবারের অজান্তে নিজ ঘরে ধরনার সাথে গঁলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব কুমার রায় বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
The Daily surjodoy
সে তার বাবা-মায়ের কাছে একটা স্মার্ট ফোন কিনে চেয়েছিল। দিনমজুর বাবা ছেলের আবদার পুরণ করতে পারেনি বলে ছেলেটি অভিমানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy