প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ৯:০৯ পি.এম
কুড়িগ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ পিতা আটক
![]()
কুড়িগ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ পিতা আটক
কুড়িগ্রাম প্রতিনিধি :
Facebook Twitter share
কুড়িগ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ পিতা আজিজুল ইসলাম রাজু (৪০)কে আটক করেছে পুলিশ।
আটক আজিজুল ইসলাম রাজু ওই ইউনিয়নের মাদাজালফারা গ্রামের মৃত: কাচুয়া মামুদের পুত্র।
Surjodoy.com
জানা গেছে, আসামী আজিজুল ইসলাম রাজু ৭বছর পূর্বে ভিকটিমের মাকে দ্বিতীয় বিয়ে করে। এটি ভিকটিমের মায়েরও দ্বিতীয় বিয়ে। ভিকটিম প্রথম পক্ষের কন্যা সন্তান এবং বাবার সাথে সে বসবাস করত। গত ৮/৯মাস ধরে সে সৎ পিতার সংসারে তার মায়ের বাড়ীতে অবস্থান করছিল। সেই সুবাদে গত কয়েক মাস ধরে সৎ পিতা রাজু ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল।
The Daily Surjodoy
ভিকটিম বিষয়টি মাকে জানালে ভিকটিমের বাবা আব্দুল মতিন (সাবেক স্ত্রীর কাছে) ঘটনা শুনে সোমবার (৩১ মে) বাদি হয়ে নারী শিশু আইনের ৯(১) ধারায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকা থেকে আসামী আজিজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
The Daily Surjodoy
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, আসামী আজিজুল ইসলাম রাজুকে মঙ্গলবার (১জুন) আদালতে তোলা হলে, সে ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করে। পরে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy