কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ভূরুঙ্গামারীতে ১৫ পিচ ইয়াবাসহ ১জনকে আটক করে পুলিশ। রোববার রাতে নাগেশ্বরী থানা পুলিশের এস আই মাসুদ রানা ও এস আই নুর ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ১০৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপরদিকে একই রাতে জেলার ভুরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী হতে ইয়াবা বিক্রির সময় মোঃ জিয়া(৩০)কে ১৫ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৯০০০/- টাকা সহ আটক করে পুলিশ। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আতিয়ার রহমান জানান,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy