কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১৫কেজি গাঁজাসহ কুদ্দুস আলী(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক কুদ্দুস আলী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর মন্ডলটারী এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র।
পুলিশ জানায়, বুধবার দুপুর ২টা ৪৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেল উৎপল কুমার রায়ের নির্দেশনায় সদর থানার ওসি খান শাহরিয়ারের নেতৃত্বে এসআই আহসান সোহেল সৌরভ ,প্রলয় কুমার বর্মা ,
এএসআই আসাদুজ্জামান, এএসআই মিল্টনসহ সংগীয় ফোর্স কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড়ে অভিযান চালায়।এসময় ফুলবাড়ী থেকে উলিপুর যাওয়ার পথে নিজের ব্যবহৃত অটোরিকশায় বিশেষ কায়দায় রক্ষিত ১৫কেজি গাঁজা ও অটোসহ মাদক কারবারি কুদ্দুস আলীকে আটক করা হয়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান শাহরিয়ার জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেলহাজতে প্রেরণ প্রক্রিয়াধীন।
কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, মাদক কারবারিদের কোন ছাড় নয়, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..