প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২১, ১১:০২ পি.এম
কুড়িগ্রামে ১৬ বছর সাজার ভয়ে ২৫ বছর ধরে পলাতক: অবশেষে পুলিশের হাতে আটক
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
২৫ বছর ধরে পলাতক থাকা ১৬বছরের সাজাপ্রাপ্ত আসামী কাজী আজানুল হক (৬৫)কে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
আটক কাজী আজানুল হক ভুরুঙ্গামারী উপজেলার ভোগডাঙ্গা এলাকার মৃত কাজী আনোয়ারুল হকের পুত্র।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানার মামলা নম্বর ৬ তারিখঃ ৩১/৭/৯৪ যাহার জিআর নং ৩১/৯৪ রুজু হয়। উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামী মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।
রোববার ভোরে কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) উৎপল কুমার রায়ের নেতৃত্বে
ইন্সপেক্টর তদন্ত গোলাম মুর্তজা, এস আই প্রলয় কুমার বর্মা, এস আই কাইয়ুম, এসআই আমিনুল, এএসআই শামীমসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ভুরুঙ্গামারী হাসপাতালে পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy