প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২১, ৪:৫৮ পি.এম
কুড়িগ্রামে ৪দফা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
৪দফা দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রামের পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে পলিটেকনিক থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ঘোষপাড়ায় রাস্তা অবরোধ করে সমাবেশ করে। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পলিটেকনিকের ৬ষ্ঠ বর্ষ কনস্ট্রকশনের শিক্ষার্থী মাহফুজার রহমান, কিশোর রায় ও রাব্বি, ৪র্থ বর্ষ আর্কেটিকচারের ঝিনুক প্রমুখ।
এসময় সাধারণ শিক্ষার্থীরা কোভিডের কারণে ১বছর লস, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা গ্রহন, সকল অতিরিক্ত ফি ও প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি প্রত্যাহার ও ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করার দাবি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy