কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৫ জন নারী কে বিভিন্ন কর্মকান্ডের উপর জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সকিনা খাতুন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, উপজেলা দুর্নীতিদমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান,
জয়িতাদের মধ্যে মিনারা খাতুন, ফ্রেন্ডশিপ প্রতিনিধি আখরুন্নাহার, বিবিএফজি প্রতিনিধি ফারজানা ফৌজিয়া, সাংবাদিক সাওরাত হোসেন সোহেল প্রমূখ।
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখায় ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।