প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:২৪ এ.এম
কুড়িগ্রাম থেকে প্লাজমা দিতে রাজধানীতে গেলেন পুলিশের ২৪ সদস্য
বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশের ২৪ সদস্য মঙ্গলবার(৮সেপ্টেম্বর) করোনা ভাইরাসে আক্রান্তদের প্লাজমা দিতে রাজধানীতে গেলেন।এরা সবাই করোনা যুদ্ধে জয়ী ।
আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে তাদের বিদায় জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। সকল আনুষ্ঠানিকতার পর রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় হাসপাতালের উদ্দেশ্যে শ্যামলী পরিবহণ করে তারা যাত্রা শুরু করেন।পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণ রক্তের প্লাজমা দিতে যাত্রা করা এই পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান,করোনাকালে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বিভিন থানায় জেলা পুলিশের ৪৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন।দুর্ভাগ্যক্রমে তারমধ্যে দু'জন পুলিশ সদস্য মৃত্যু বরণ করেন। তিনি বলেন,করোনা থেকে মুক্ত রোগীদের শরীরের এন্টিবডি অন্য রোগীদের চিকিৎসায় ভালা ফল দেয় তাই প্লাজমা দাতা হিসেবে তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন্স এ প্রেরণ করা হলো। হাজারো করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে জেলা পুলিশের করোনা জয়ী ২৪ জন সদস্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার ও সদর থানার ওসি মাহফুজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy