কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে।
শুক্রবার সকাল ৯ টার দিকে কাশিপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদ পেয়ে সীমান্তের ৯৪৩ নম্বর পিলারের নিকটবর্তী মধ্য কাশিপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হেলেনা বেগম (৪৯) ও একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৪৮)। এসময় বিজিবির সদস্যরা তাদের কাছে থেকে ৩ কেজি গাঁজা, দুইটি মোবাইল ও নগদ ২ হাজার ৮৫ টাকা উদ্ধার করেন।
Leave a Reply