প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২১, ১:১৭ এ.এম
কুয়াকাটায় হাত পা বেেঁধে পেটানো যুবক রায়হানকে বালুবাহী নৌকা থেকে উদ্ধার
রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটার হাত পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া
অপহৃত যুবক রায়হান (২২) কে ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল নয়টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর স্লুইসগেট এলাকায়
বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ছোবাহানের একটি বালুবাহী ডিঙ্গি নৌকা ফাতরার বন
এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে
সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে
হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানিয়েছে
বালুবাহী নৌকার শ্রমিকরা।
গত ৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোজ হয় যুবক
রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে নির্যাতনের ভিডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় রায়হানের বাবা আবুল কাসেম ইমাম হোসেন কে প্রধান আসামী করে ৯জনের নামে অপহরণ ও নির্যাতনের একটি মামলা দায়ের করে মহিপুর থানায়। এ ঘটনায় ইলিয়াস এবং রফিক নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে
রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামীর মধ্যে ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান মদ তৈরীর বিপুল পরিমান লিকুইড পদার্থ সহ মামলার ৩ নম্বর আসামি ইলিয়াস কে গ্রেফতার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy