প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২১, ৯:০৫ পি.এম
কুয়েট এর সিআরটিএস (সিভিল) এর অটোমেশন কার্যক্রমের শুভ উদ্ভোধন
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কনসালটেন্সি, রির্সাচ এন্ড টেস্টিং সার্ভিস (সিআরটিএস) এর আয়োজনে “অটোমেশন অব সিআরটিএস (সিভিল)” এর কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। ০৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং অটোমেশন কার্যক্রমের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (সিআরটিএস) প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, সভাপতিত্ব করেন সিআরটিএস (সিভিল) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ এবং প্রেজেন্টেশন প্রদান করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy