প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ৫:৩৩ পি.এম
কুয়েট শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদ্যাপিত
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরোপ্রধান খুলনা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ পুত্র ও গণপ্রজাত্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানম্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদ্যাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ১৮ অক্টাবর সকাল ১০টায় স্টুডেট ওয়েলফেয়ার স্টোরের সম্মুখে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সকাল সাড় ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার স্টোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযাগিতা।
আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় জাম মসজিদে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় । এছাড়া সন্ধ্যা ৬টায় স্টুডেন্টওয়েলফেয়ার স্টোরে শহীদ শেখ রাসেলের জীবনভিত্তিক ডকুমেটারী প্রদর্শন এবং শিশু চিত্রাংকন প্রতিযাগিতায় বিজয়ীদর মধ্য পুরস্কার বিতরণ করেন মাননীয় ভাইস-চ্যান্সলর প্রফসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারিকৃত স্বাস্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy