জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি:
চন্দনাইশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মৌসুমে ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান আজ ২২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টা’র সময় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চন্দনাইশ উপজেলা মাটি ও মানুষের নেতা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে, কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, বরকল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান,পৌর মেয়র আলহাজ্ব মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, কৃষকলীগ নেতা নবাব আলী,
কাঞ্চনাবাদ ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান ওসমান,সাবেক ছাত্র নেতা হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন আগে স্যারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো এখন আর সেই দিন নেই।
সার ঘুরছে এখন কৃষকদের পিছে, প্রতি বছরের মতো চলতি বছরেও আউশ মৌসুমে কৃষকদের মাঝে সরকার কৃষি উপকরণ বিতরণ করেছেন এতে আমাদের মতো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার গুলো অনেক উপকৃত হয়েছে তাছাড়া ধান
উৎপাদনে সরকার বিভিন্ন সহায়তা প্রদান করেছেন। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে মৌসুমে উপশী আউশ ধানের বীজ, ডিএসপি সার বিতরণ করা হয়।
Leave a Reply