শত শত বছর ধরে প্রচলিত নানা গল্প কিংবা কাহিনি এখনো দেশের নানা প্রান্তে গেঁথে আছে। অনেক প্রচলিত কাহিনি দৃশ্যত বিরল মনে হলেও বিশ্বাসযোগ্যতার কারণে এখনো মানুষের মুখে শোনা যায়। তেমন কাহিনির এক উপাদান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শিমুল গাছ।
ব্যক্তির কথায় গাছের এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। প্রচলিত আছে, প্রায় শত বছর পূর্বে এমনই এক অদ্ভুদ ঘটনা ঘটেছিল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়মাছুয়া টানপাড়া গ্রামে। সেখানকান মানুষজন এখনো বিশ্বাস করেন, পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহ.) নামে এক ওলির কথায় একটি শিমুল গাছ রাস্তা ছেড়ে পাশে সরে গিয়েছিল। এ ইতিহাসকে আঁকড়ে ধরেই হোসেনপুর-হাজীপুর সড়কের পাশেই শাখা-প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে ছিল ওই গাছটি।
তবে এবার কেটে ফেলা হচ্ছে শতবর্ষী রহস্যময় সেই শিমুলগাছটি। সরেজমিনে গিয়ে দেখা যায়,হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হওয়ায় গাছটি কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই নানারকম মন্তব্য করেছেন।
স্থানীয়রা জানান, এটি ছিল মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহ.) এর একটি স্মৃতি। এটি একটি শতবর্ষী গাছ৷ গাছটি না কেটেও রাস্তা অন্যদিক দিয়ে প্রশস্ত করা যেতো বলেও জানান তারা।
জানা গেছে, বহু বছর আগে মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহ.) ওই স্থানের কাছাকাছি কোনো এক মসজিদে তাবলিগের কাজে যাওয়ার সময় পথে একটি শিমুল গাছ দেখতে পান। যার শিকড় রাস্তার মাঝ বরাবর, অন্যপাশে চলে যাওয়ার উপক্রম। যার ফলে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে। কিন্তু অজানা কোনো কারণে গাছটি কাটা হয় না। এলাকার কয়েকজন মানুষ আব্দুল হালিম হুসাইনীকে (রহ.) বিষয়টি অবহিত করেন।
পরের দিন তিনি উপজেলার জিনারী ইউনিয়নের বিরকাটিহারি গ্রামের হাফেজ লুৎফর রহমানকে সঙ্গে নিয়ে এই শিমুল গাছের নিচে গিয়ে তাকে পবিত্র আল কোরআনের সূরা মোজাম্মেল পাঠ করতে বলেন। পরে তিনি আল্লাহর নাম নিয়ে গাছকে রাস্তা ছেড়ে দেওয়ার হুকুম করেন। চোখের পলকেই শিমুল গাছটির শিকড় মানুষ চলাচলের পথ খুলে দিয়ে উল্টো দিকে সরে যায়। অলৌকিক এই শিমুল গাছটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মসজিদ।
মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান জানান, মরহুম মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহ.) আল্লাহর বিশিষ্ট ওলিদের মধ্যে একজন। জীবদ্দশায় বহু অলৌকিকত্বের নিদর্শন রেখে গেছেন তিনি। যার একটি হচ্ছে তার নির্দেশে অলৌকিকভাবে সরে যাওয়া শিমুল গাছ।
প্রসঙ্গত, মাওলানা মরহুম আব্দুল হালিম হুসাইনি (রহ.) কিশোরগঞ্জের কৃতি ব্যক্তিত্বের মাঝে অনবদ্য আলেমেদ্বীন। তিনি ছিলেন পুরো জেলা ও নিকটতম জেলায় প্রসিদ্ধ কামেলে দ্বীন। জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নবগঠিত পাগলা থানার অন্তর্গত পাঁচভাগ ইউনিয়নের যুগের সেরা ওলি মাওলানা সামছুল হুদা পাঁচভাগী (রহ.) এর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল।