আলী আজগর নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় মাঠে ধান শুকানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার পর চাচাতো ভাইয়ের কিল ঘুষিতে মো. আবুল কাশেম খান (৬৮) নামে এক কৃষক খুনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ছিলিমপুর গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত চাচাতো ভাই হলেন ছাদেক মিয়া (৬২)। তিনি ছিলিমপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আবুল কাশেম খান তাদের বাড়ির সামনে চাচাতো ভাই ছাদেক মিয়ার খলায় আমন ধান রোদে শুকাতে দেন। এ সময় ছাদেক মিয়া তাকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাদেক মিয়া ক্ষিপ্ত হয়ে বড় ভাই আবুল কাশেমকে বুকে, মুখে ও মাথায় বেশ কয়েকটি ঘুষি ও লাথি দেন। এ সময় আবুল কাশেম মাটিতে ঢলে পড়েন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..