শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বার্তাবাজার অনলাইন পোর্টালের প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছিল। তার অবস্থার অবনতি হলে গতকাল রাত আটটার দিকে ঢাকায় আনা হয়েছিল সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। অল্প কিছুক্ষণ আগেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।
বিএমএসএফ নেতৃ্ৃবৃন্দ সার্বক্ষণিক তার পাশেই ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডাক্তাররা শত চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারলেন না।
আর কত সংবাদিক নির্যাতন দেখব আমরা।
বি এম এস এফ এর নেতৃবৃন্দ কোম্পানিগঞ্জের গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার সাথে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী সাংবাদিকদের
প্রতিবাদ সমাবেশ এর ডাক দিয়েছেন।