আলতাফ হোসেন অমি :
ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় ২ কেজি গাঁজাসহ মো: ইব্রাহিম(২১) ও মো: তানজিম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাখির চর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি কালো ও নীল রংয়ের মোটরসাইকেল জব্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জিয়াউদ্দীন দৈনিক সূর্যোদয় সংবাদকে বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, লাকিরচর গ্রামের জনৈক মৃত নীল চান মাঝির বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বেচাকেনা করিতেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি সংগীয় অফিসার ফোর্সসহ ১৩.৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করিলে আমি সঙ্গীয় অফিসার ফোর্সদের সহযোগিতায় মোঃ ইব্রাহিম(২৩) ও মোঃ তানজিল (২০) কে আটক করি, এসময় তাদের দুই সহযোগী আজিজুল (৩৫) ও জাকির(৩০) দৌরে পালিয়ে যায় ।
পরে আসামী মোঃ ইব্রাহিম (৩৫) এর দেহ তল্লাশী করে তার হাতে থাকা একটি সাদা পলিথিনের মধ্যে মোড়ানো ১ কেজি গাঁজা, এবং অপর আসামী মোঃ তানজিল(২০) হাতে থাকা একটি ব্যাগে আরও ১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ আটকের ব্যাপারটি নিশ্চিত করে জানান, গতকাল ২ কেজী গাজাসহ দুই ব্যাক্তি আটক করা হয়েছে, আটক দুই আসামিসহ চার জনের নামে একটি মাদক আইনে মামলা হয়েছে। সকালে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে। ।
উল্লেখ আটক আসামি ইব্রাহিম ও তানজিম ঢাকা জেলার দোহার থানার সূতার পাড়া এলাকার বাসিন্দা। পলাতক আসামিদের মধ্যে মোঃ আজিজুলের লাখিরচর গ্রামের নীল চাঁন মাঝির ছেলে এবং জাকির মুগারচর গ্রামের শাহাজালালের ছেলে। স্থানীয়দের দাবী তারা দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচার সাথে জড়িত।