ঢাকার কেরানীগঞ্জে মাদক নয় এসো খেলায় মাতি তরুন সংঘ ফুটবল টুর্নামেন্টের ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারানগর ইউনিয়নের বটতলী সিরাজ উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে, এডভোকেট কবির হোসেন, সভাপতি বটতলী সিরাজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়, জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
থানার বারটি ইউনিয়ন থেকে মোট ৩২টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে মালঞ্চ স্পোটিং ক্লাব ও বটতলী ইয়াং স্টার ।
রাউন্ড বটতলী তরুণ সংঘ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে নবেম্বর প্রথম সপ্তাহে। নিরব আহমেদ রিপন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, কেরানীগঞ্জে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে খেলোয়াড়রা, আর এখান থেকেই তৈরি হবে জাতীয় দলের সব ধরনের খেলোয়াড়। তাই কেরানীগঞ্জের সব মাঠ খেলার উপযোগী করে তৈরি করা হচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আবু নাছির মাস্টার সাহেব বিশিষ্ট সমাজ সেবক বটতলী, আমান উল্লাহ প্রতিষ্ঠাতা ইস্টারফেয়ার কিন্ডারগার্টেন বটতলী, আব্দুল হক মেম্বার,শফি উদ্দিন মাস্টার, রায়হান আহমেদ জিলানী, ইব্রাহীম খলিলুল্লাহ, নূরুল ইসলাম স্বপন জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসাসী সেলিম জাবেদ, বিশিষ্ট সমাজ সেবক নিজাম আহনাফ।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন, সজল আহমেদ, জাহিদ হাসান, শাকিল আহমেদ, সেলিম জাবেদ,হযরতআলী,ছোট শাকিল, মামুন আহমেদ, আরিফ হোসেন, আকিবুল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy