আলতাফ হোসেন অমি :
যে ভাষাতে মা-কে মা বলে ডাকতে পারি, এর চেয়ে বড় সুখ আর কী সে হয়! আজ অবশ্য ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
বাংলা ভাষার জন্য আন্দোলন। লড়াই মাতৃভাষার জন্য। দাবি ছিল একটাই— পূর্ব পাকিস্তানে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করা হোক। পাক সরকার বিরোধী সেই আন্দোলনে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে প্রাণ হারিয়েছিলেন কয়েক জন। যাঁদের পরবর্তীকালে ‘ভাষা শহিদ’ আখ্যা দেওয়া হয়। মাতৃভাষার জন্য সেই লড়াইয়ে জয়ী হয়েছিল পূর্ব পাকিস্তান। জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের।
যথাযোগ্য মর্যাদায় কেরানীগঞ্জ কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মহান ভাষা শহীদদের।
কলাতিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কলাতিয়া উচ্চ বিদ্যালয়। কলাতিয়া ডিগ্রি কলেজ ও নূর মোহাম্মদ মডেল স্কুল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ এনামুল হক। সহ সভাপতি, মোঃ আবুল হোসেন মোল্লা। সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন অমি। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শাহাদাৎ হোসেন মিল্টন ও আব্দুস সালাম প্রমুখ