আজমিরা চৌধুরী, নিজস্ব প্রতিবেদকঃ
কেরালায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২১ জনে দাঁড়িয়েছে।
রাজ্যটির ইডুক্কি ও কোট্টায়াম জেলায় এ ঘটনা ঘটেছে বলে রোববার (১৭ অক্টোবর) জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্ধারের প্রচেষ্টা জোরদার করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তিনি বলেন, কোট্টায়ামসহ রাজ্যে ভারী বৃষ্টির কারণে বন্যাকবলিত এলাকায় আটকে থাকা মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত উপায় ব্যবহার করা হবে।
রাজ্য সরকারের অনুরোধে সেনা, নৌ ও বিমান বাহিনী সিভিল প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ১১ টি দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত আটজন নারী ও সাত শিশুসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy