যশোরঃ যশোরের কেশবপুরে প্রভাষক তাপস মজুমদারের বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতেপাঁজিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি চোখে পড়ে বাড়ির লোকদের।
প্রভাষক তাপস মজুমদারের ধারণা বৃদ্ধ পিতা-মাতাকে বাড়িতে রেখে তিনি ও তার পরিবারের লোকেরা ভ্রমণে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে এই দুরসাহসীক চুরি করেছে। এ ঘটনায় কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রভাষক তাপস মজুমদার জানান, বুধবার দিবাগত রাতের কোনো একসময় তার বাড়ির রান্না ঘরের টালি খুলে ভেতরে প্রবেশ করে ঘরের ও আলমারির লক ভেঙ্গে স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল, ল্যাপটপ, নগদ টাকা ছাড়াও জিনিসপত্র নিয়ে বারান্দার গ্রিল খুলে চুরির মালামাল নিয়ে বের হয়ে যায় চোরেরা। এতে আনুমানিক ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি তাপস মজুমদারের।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, চেতনা নাশক দ্রব্য ছড়ায়ে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটিয়েছে, এব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply