এম আর হাসান খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশেনের ১০ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচন-২০২১ আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে।
উক্ত নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থীর নির্বাচনি এজেন্ট ও সর্বসাধারণ কর্তৃক আগামী ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১২টার পর থেকে নির্বাচনি এলাকায় কোন ধরণের জনসভা আহবান বা মিছিল করা যাবেনা বা তাতে যোগদানও করা যাবেনা। ১৫ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যদি কোন ব্যক্তি উক্ত আদেশ লঙ্ঘন করেন তবে তিনি বিধিমালার ৭৪(৩) এর বিধান অনুযায়ী অন্যূন ছয় মাস ও অনধিক সাত বৎসর কারাদন্ডে দ-িত হবেন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy