গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রভাতী সেবা সংস্থার বাস্তবায়ণে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়ণে ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্ধোধন এবং অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কবি সুকান্ত অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠান ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও অবহিতকরণ সভায় প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ, অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু বক্তব্য রাখেন। প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ বলেন, এই প্রকল্পের উপকারভোগীদের বাড়িতে ৫টি গভীর নলকুপ ও ৬টি লেট্রিন স্থাপন করে দেওয়া হবে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী ৩০ শে জুনের মধ্যে কাজ শেষ হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy