সম্প্রতি ভারতে একটি হাতির মৃত্যু নিয়ে সরগরম হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবারও ভারতের বিহারের একটি ঘটনা সামনে এসেছে। তবে সেটি দুঃখের নয়। এক ব্যক্তি তাঁর নিজের কোটি টাকার সম্পত্তি দিয়ে যেতে চান দুই হাতিকে। ওই ব্যক্তির নাম আখতার ইমাম। তিনি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি স্বাক্ষাৎকারে বলেছেন, মানুষের চেয়ে অন্য প্রাণী বিশ্বস্ত। হাতিগুলো তার সন্তানের মতো এবং তিনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না। যে হাতি দুটির কথা বলা হচ্ছে তাদের নাম মোতি ও রাণি। মোতির বয়স ১৫ ও রাণির ২০। তারা সবসময়ই আখতারের সঙ্গে রয়েছে। আখতার একটি অলাভজনক সংস্থা পরিচালনার করেন, যেটি হাতিদের দেখাশোনা করে। তিনি বলেন, তার মৃত্যুর পর যাতে হাতিদুটির কোনো কষ্ট না হয়, তাই তিনি তার কয়েক কোটি টাকার জমি দিয়ে যাবেন। রিপোর্ট বলছে, বিভিন্ন সময় হাতিরা আখতারকে স্থানীয় গুন্ডাদের আক্রমণ থেকে বাঁচিয়েছিল। আখতার জানিয়েছে, একবার তাকে খুন করার চেষ্টা হয়েছিল। পিস্তলযুক্ত কয়েকজন লোক তার ঘরে ঢোকার চেষ্টা করতেই হাতিরা তাকে সতর্ক করে দেয় ও সে অ্যালার্ম বাজালে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy