কোটি টাকা ঋণ না দেয়ায় ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদকঃ
গলাচিপার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখায় বর্ধিতসহ এক কোটি টাকার ঋণ নবায়ন মঞ্জুরী না করায় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক নাজমুল হাসানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুলস্নাহ আল মামুন রাহাত চৌধুরীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০ টায় গলাচিপা অগ্রণী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপকের সাথে।
খবর পেয়ে পুলিশ ওই ব্যবসায়ী (রাহাতকে) আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গলাচিপা
থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম।
গলাচিপা অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক অভিযোগ করেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ব্যবসায়ী মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুলস্নাহ আল মামুন রাহাত চৌধুরী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে বসেন। এসময় তার পূর্বের করা ৬০ লাখ টাকার লোনসহ আরো ৪০ লাখ টাকা মোট এক কোটি টাকার বর্ধিত ঋণ মঞ্জুরী না করায় ক্ষুব্ধ হন।
ব্যবস্থাপক আরো জানান, রাহাত চৌধুরীর আগের যে ৬০ লাখ টাকা ঋণ রয়েছে তার পরেও আরো ৪০ লাখ টাকার যে ঋণ বর্ধিত করতে চায় তা তার জামানতে ঋণের আওতা বর্হিভূত। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে রাহত চৌধুরী শাখা ব্যবস্থাপক নাজমুলের জামার কলার ধরে মারধর করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে পেপার ওয়েটে দিয়ে টেবিলের গ্লাস ভাংচুর ও কাগজপত্র নষ্ট করে।
এসময় ব্যবস্থাপকের ডাক-চিৎকার শুনে ব্যাংকের অন্যান্য কর্মচারীরা ব্যবস্থাপককে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। গলাচিপা থানার পুলিশ খবর পেয়ে ব্যাংকে গিয়ে সরেজমিন পরিদর্শন করে। এর আগেই অবস্থা বেগতিক দেখে রাহাত পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা গলাচিপা থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, গলাচিপা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষ পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রাহাত চৌধুরী এর আগেও ২০১৫ সালে গলাচিপা হিসাব রক্ষণ
কর্মকর্তা আলতাফ হোসেনকেও (বর্তমানে অবসরে) লাঞ্ছিত করেছিলেন। তার বাবা প্রভাবশালী হওয়ায় ওই সময় ঘটনা আপোষ মিমাংসা হয়েছিল।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার পর পরই অগ্রণী ব্যাংকের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুলস্নাহ আল মামুন রাহাত চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy