আসমা আহমেদ:২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি। শাহবাগে জ্বলে ওঠে প্রতিবাদের স্ফুলিঙ্গ। মানবতাবিরোধী অপরাধে দায়ী কাদের মোল্লার রায়কে ঘিরে সরব হয় শাহবাগ। তরুণ প্রজন্মের পাশাপাশি জেগে ওঠে দেশের আপামর জনতা। শাহবাগ চত্বরে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। আরব বসন্তের আদলে এ স্ফুলিঙ্গের নাম দেওয়া হয় বাংলা বসন্ত। মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করেন ডা. ইমরান এইচ সরকার।
পরে বিভক্তি ও দ্বন্দ্বের কারণে নিষ্ক্রিয় হয়ে পড়ে গণজাগরণ মঞ্চ। তবে শাহবাগে সেই তুমুল আন্দোলনের ফলে গতি এসেছিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে। শীর্ষ অপরাধীদের বিচার অনেক দূর এগোলেও এখনো শেষ হয়নি।
শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করে ব্যাপক আলোচনায় আসেন ডা. ইমরান এইচ সরকার। পরে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন এবং আধিপত্যের দ্বন্দ্বে বিভক্ত হয় মঞ্চ। অনেকে মঞ্চ ছেড়ে গেলেও একে আগলে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রাখেন ইমরান এইচ সরকার।
Leave a Reply