আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল এর আয়োজনে সাভারে করোনাকালে বিভিন্ন মানবিক কর্মকান্ডে তাদের অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল এর যুগ্ম-আহবায়ক লিজা আক্তার স্বাগত বক্তব্যে সাভার উপজেলা দল এর পক্ষ থেকে মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর নিকট তাদের প্রয়োজনীয় বেশকিছু চাহিদা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. এনামুর রহমান এমপি তাঁর বক্তব্যে করোনাকালে সাভার উপজেলাবাসীর পাশে থেকে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের বিভিন্ন কর্মকান্ডের জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন এবং এই মানবিক স্বেচ্ছাসেবক কাজে তাদেরকে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যেকোনো প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার মডেল থানার ওসি (অপারেশন) আল আমিন তালুকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এর পরিচালক ইমাম জাফর শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা জেলা ইউনিট যুব প্রধান শান্ত হোসেন রাব্বি, যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল এর আহবায়ক শাহীন আলম স্বাধীন, যুগ্ম-আহবায়ক লিজা আক্তার প্রমুখ সহ সাবারের ইউনিয়নগুলোর ইউপি চেয়ারম্যানগণ।
উল্লেখ্য, ঢাকা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৪ জন এবং সাভার উপজেলা ইউনিটের ১২ জন সহ মোট ১৬ জনকে করোনাকালে তার ভূমিকার কারণে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy