জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
অগ্রাধিকার তালিকাভূক্ত নাগরিকসহ ৪০ বছরের উপরে সকলে টিকা নিতে পারবেন।
যাদের নিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ; নিয়ন্ত্রিত ডায়াবেটিস; নিয়ন্ত্রিত শ্বাসকষ্ট আছে; হার্টের ঔষধ গ্রহণকারী রোগী; হোমিওপ্যাথ ও কবিরাজী ঔষধ খাচ্ছেন; প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিচ্ছন্নকর্মী, পরিবহনকর্মী তাঁরা টিকা নিতে পারবেন।
পাশ্ব প্রতিক্রিয়া হিসেবে মৃদু জ¦র বা সামান্য জ¦র, মাথা ব্যথা, গায়ে ব্যথ্যা ও বমি বমি ভাব হতে পারে।
যাদের বয়স ১৮ বছারের নীচে ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তীব্র জ¦র, যারা ক্যান্সারের চিকিৎসার জন্য ইনজেকশন নিচ্ছেন, গর্ভবতী মা, স্তন্যদানকারী মা এবং গত এক মাসের মধ্যে কোভিড আক্রান্ত ব্যক্তিগণ টিকা নিতে পারবেন না।
জরুরি প্রয়োজনে ফোন করুন: ১৬২৬৩, ৩৩৩, ১০৬৫৫।
নিজে টিকা নিন এবং অন্যকে টিকা নিতে উৎসাহিত করুন।
Leave a Reply