কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
কোহলির রেকর্ড ভাঙলেন স্টার্লিং
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি ব্যাট হাতে নামলেই যেন রেকর্ড তার পায়ে গড়াগড়ি খায়। তবে এবার কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
আন্তর্জাতিক টি-২০তে ২৮৫টি চার হাঁকিয়ে এতদিন এই রেকর্ডের শীর্ষে ছিলেন বিরাট কোহলি। রোববার সেই রেকর্ড টপকে গেছেন স্টার্লিং। এদিন আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে নামার আগে টি-২০তে তার নামের পাশে ছিল ২৮৪টি চার।
আয়ারল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আকিফ রাজাকে চার মেরে কোহলির রেকর্ডে ভাগ বসান স্টার্লিং। পরের বলেই চার মেরে এই ফরম্যাটে সর্বোচ্চ চার হাঁকানোর রেকর্ড নিজের নামে করে নেন তিনি।
এদিন ব্যাট হাতে ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন স্টার্লিং। যার মধ্যে চারের সংখ্যা ছিল চারটি। স্টার্লিং ও কোহলির পর এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ ২৫৬টি চার মেরেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এরপরই রয়েছেন ভারতের রোহিত শর্মা (২৫২)। এই তালিকার পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (২৪৮)।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy