মাসউদ রানা
ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন এবং বিদ্যুৎ, জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবিতে স্মারকলিপি দিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফুলবাড়ী উপজেলা শাখা।
রবিবার সকাল দশটায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা ক্যাব সভাপতি মাসউদ রানা বলেন, জনগণ যেন সঠিক দাম, মাপ ও মানের বিদ্যুৎ এবং প্রাথমিক ও নবায়নযোগ্য জ্বালানি সেবা পায় এবং লুন্ঠনের শিকার না হয়, সে জন্য বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের সকল পর্যায়ের স্বচ্ছতা,ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা, জবাবদিহিতা, তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এর পক্ষ থেকে লুণ্ঠন প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন চাই এবং এর আলোকে ভোক্তাদের পক্ষ থেকে ২১ দফা দাবি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এবং গত বুধবার জেলা ক্যাব এর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমেও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, লুণ্ঠনমুক্ত মুনাফাবিহীন সরকারের সেবাখাত হিসেবে বিদ্যুৎ ও জ্বালানিখাত উন্নয়ন হলে সে উন্নয়ন বৈষম্যবিহীন সমতাভিত্তিক সমাজ রূপান্তরের সহায়ক হবে এবং নবায়নযোগ্য বিদ্যুতের মূল্য হার ভারত পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে। এজন্য জ্বালানির সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন চাই এবং স্বার্থসংঘাত মুক্ত জ্বালানি সংস্কার জরুরী বলে মনে করি।
এসময় উপস্থিত ছিলেন,মাসউদ রানা নির্বাহী সদস্য জেলা ক্যাব ও সভাপতি উপজেলা ক্যাব,মোহাম্মদ আব্দুল কাদির সাধারণ সম্পাদক ক্যাব, রেজওয়ান বারী ক্যাব সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার বলেন,ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের ২১ দফা দাবির স্মারকলিপিটি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy