সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা, রেডিও জকি, অভিনয় এবং অনুষ্ঠান উপস্থাপনাও গুরুত্বপূর্ণ পেশা হিসেবে সমাদৃত হচ্ছে। বর্তমানে এসব কাজকে পেশা হিসেবে নিতে আগ্রহী অনেক তরুণ-তরুণী। তাদের জন্যই রাজধানীর বাংলামটরে মিডিয়া অ্যান্ড জার্নালিজম ইনস্টিটিউট অব বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজীজ করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ পার্টির চেয়ারম্যান আফাজুল হক, ডিএসসিসি’র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ইত্তেফাকের প্রশাসনিক কর্মকর্তা খাইরুল বাশার, তরুণ লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ।
বক্তব্য রাখেন টেক প্লানেট আইটি অ্যান্ড কমিউনিকেশন্সের সার্ভার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জাহিদা সুমি। অনুষ্ঠান উপস্থাপনা করেন মামুন পাঠান তীব্র ও ইন্নি খাইরুন দোসরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy