ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহি অফিসার এএফএম আবু সুফিয়ানকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।
১৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের আয়োজনে মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ্ এর সভাপতিত্বে বিদায়ী ইউএনও এএফএম আবু সুফিয়ানকে বিদায়ী সংর্বধনা দেওয়া হয়। তিনি স্কর্লাসিপ নিয়ে উচ্চ শিক্ষার গ্রহণের উদ্দেশ্যে স্বপরিবারে ইংল্যান্ড যাওয়াকে কেন্দ্র করে তাঁকে এ বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
ক্ষেতলাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন- বিদায়ী নির্বাহি অফিসার এএফএম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, পৌর কাউন্সিলর আজিজার রহমান, আওয়ামীলীগ নেতা, পূঁজা উযাপন কমিটির সভাপতি স্বপন রায়, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মুসা কিং, মুক্তিযোদ্ধা আজাহার আলী, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী ফকির, শিক্ষক প্রতিনিধি সামছুজ্জোহা, সাংবাদিক ওয়াকিল আহমেদ, মামুনূর রশিদ পান্না, বড়াইল ইউপি সদস্য আব্দুস সামাদ সহ আরও অনেকে।
বক্তব্য শেষে সুধীজনরা বিদায়ী ইউএনও কে ফুলের শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে তাঁকে বিদায় জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy