প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ৭:৩০ পি.এম
ক্ষেতলালে অবৈধ মেসি ট্রাক্টরে সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত

ওয়াকিল আহমেদ(ক্ষেতলাল)প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে বটতলী বাজরের নর্দান মোড়ে পোল্ট্রি ফিড বোঝায় দ্রুত গতির অবৈধ মেসি ট্রাক্টর এর সাথে মুখোমুখী সংর্ঘষে দুইজন মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বটতলা বাজারের নর্দান মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন,বগুড়া জেলার দুপঁচাচিয়া পৌর এলাকার আজিজার রহমানের ছেলে মাহমুদুর হাসান লেমন (৩৫) ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ রায়হার রিফাত(২৫)
পুলিশ,প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানাগেছে, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে নিহত মটর সাইকেল আরোহী মাহমুদুর হাসান লেমন ও শরিফ রায়হার রিফাত দুপঁচাচিয়া থেকে মটর সাইকেল যোগে জয়পুরহাট পশুর হাটে ছাগল কেনার উদ্দেশ্যে রওনা দিলে ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজরের নর্দান মোড়ে পৌঁছালে জয়পুরহাট থেকে ছেড়ে আসা পোল্ট্রি ফিড বোঝায় দ্রুত গতির অবৈধ যান মেসি ট্রাক্টর এর মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাইস্থলে ওই দুইজন মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল দৈনিক সূর্যোদয়কে বলেন, বটতলী নর্দান মোড়ের সামনে মটরসাইকেল ও মেসি ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুদেহ উদ্ধার করে ময়না তদর্ন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন অবৈধ মেসি ট্রাক্টর ও মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মেসি চালক পলাতক থাকায় তাকে গ্রেফতার জন্য জোর তৎপরতা চলছে।
এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আঃ সালাম, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy